- Trade News 24 - https://www.tradenews24.com -

শেখ হাসিনার লকার পূবালী ব্যাংক থেকে জব্দ

পূবালী ব্যাংকে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে পূবালী ব্যাংক মতিঝিল শাখায় থাকা লকারটি জব্দ করা হয়েছে।

সিআইসির মহাপরিচালক আহসান হাবীব জানিয়েছেন, ব্যাংকের সেনা কল্যাণ ভবনে অবস্থানরত লকার নং ১২৮ এর দুটি চাবির মধ্যে একটি শেখ হাসিনার কাছে রয়েছে। লকারটি জব্দ করতে সিআইসির একটি বিশেষ টিম কার্যক্রম পরিচালনা করেছে।

জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লকারটি জব্দ করা হয়েছে। লকারটি এখনো খোলা হয়নি। লকারটিতে গুরুত্বপূর্ণ নথি, স্বর্ণালংকার থাকতে পারে। লকারটি আইনি প্রক্রিয়া অনুসরণ করে খোলা হবে।