জ্যেষ্ঠ প্রতিবেদক
দুর্বৃত্তদের গুলিতে আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক। তার কানে ও মাথায় গুলি লেগেছে। গুলি বের করার জন্য তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। এর আগে জরুরি বিভাগে তার সিটিস্ক্যান করা হয়।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে ঢামেকের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্রটি জানিয়েছে, হাদিকে আহত অবস্থায় ঢামেকে আনার পর তাকে প্রাথমিক চিকিৎসা দেন চিকিৎসকরা। পরে তার জন্য রক্তের আহ্বান জানা তারা। এজন্য ‘বি নেগেটিভ’ রক্ত প্রয়োজন বলে হাদির ফেসবুকে একটি পোস্ট দেওয়া হয়।
বিকেল সাড়ে চারটার দিকে হাদির চোয়ালে লাগা গুলি বের করা ও ক্ষতের অপারেশনের জন্য জরুরি বিভাগের অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। এখন তার অপারেশন চলছে বলে জানা গেছে।
হাদিকে জরুরি বিভাগে নেওয়ার পর থেকে সেখানে বাড়তি লোকের সমাগম ঘটেছে এবং উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সেনা মোতায়েন করা হয়েছে। সেনা সদস্যরা জরুরি বিভাগের সামনে অবস্থান করছেন।
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোস্তাক আহমেদ গণমাধ্যমকে বলেন, হাদিকে যখন জরুরি বিভাগে নিয়ে আসা হয় তার অবস্থা খুবই আশঙ্কাজনক ছিল। পরে তাকে সিপিআর দেওয়া হয়। এখন একটু প্রেসার ভালো আছে। তবে তার মাথার ভেতরে গুলি আছে, কানের আশপাশে গুলি লেগেছে।
ওসমান হাদিকে হাসপাতালে নিয়ে আসা মিসবাহ জানান, জুমার নামাজ পড়ে মতিঝিল বিজয়নগর কালভার্ট এলাকা দিয়ে রিকশায় যাওয়ার সময় দুটি মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা গুলি চালায়। গুলি করেই তারা পালিয়ে যায়। এরপর ওসমান হাদিকে রিকশায় করে হাসপাতালে নেওয়া হয়।

