বিএনপির আলোচিত যেসব নেতা প্রার্থী তালিকায় নেই

নিজস্ব প্রতিবেদক:

সময়: সোমবার, নভেম্বর ৩, ২০২৫ ৭:৪৫:১৮ অপরাহ্ণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনের সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি। তবে ঘোষিত এ তালিকায় জায়গা হয়নি দলের বেশ কয়েকজন আলোচিত ও শীর্ষ পর্যায়ের নেতার।

তাদের মধ্যে রয়েছেন- দলের স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ সদস্য এবং যুগ্ম মহাসচিব পর্যায়ের নেতারা।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় ঘোষিত তালিকায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও বেগম সেলিমা রহমানের নাম ছিল না।

স্থায়ী কমিটির সদস্যের পাশাপাশি ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম ও মোয়াজ্জেম হোসেন আলালও সম্ভাব্য প্রার্থী তালিকায় স্থান পাননি।

এছাড়া যুগ্ম মহাসচিব হাবিব উন নবী সোহেল ও সদ্য মনোনীত যুগ্ম মহাসচিব হুমায়ুন কবীর মনোনয়ন প্রত্যাশী থাকলেও তাদের নাম তালিকায় নেই।

বিএনপির আলোচিত নেতা ও একাদশ সংসদের সংরক্ষিত নারী আসনের সাবেক সদস্য রুমিন ফারহানার নামও এবার সম্ভাব্য প্রার্থী তালিকা থেকে বাদ পড়েছে।

ঢাকা-১০ আসনে পূর্বে বিএনপির প্রার্থী ছিলেন দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন আসীম এবং রবিউল ইসলাম রবি। এবার তাদের দুজনের নামও নেই ঘোষিত তালিকায়।

অন্যদিকে, বিএনপির সিনিয়র নেতাদের পরিবারের একাধিক সদস্য এবার মনোনয়ন পাননি। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, জিয়া পরিবারে বাইরে এক পরিবার থেকে একজনের বেশি প্রার্থী করা হয়নি।

এই কারণে স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের স্ত্রী হাসিনা আহমদ, মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস এবং ইকবাল হাসান মাহমুদ টুকুর স্ত্রী ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদও তালিকা থেকে বাদ পড়েছেন।

Print This Post
নিউজটি ২০ বার পড়া হয়েছে ।