‘টেস্ট থেকে অবসর নিতে পারেন বুমরাহ’

সময়: শনিবার, জুলাই ২৬, ২০২৫ ১১:২৮:৩৭ অপরাহ্ণ

খেলাধুলা ডেস্ক:

সাম্প্রতিক সময়ে বারবার চোটের পড়ছেন জসপ্রিত বুমরাহ। তাই বেছে বেছে ম্যাচ খেলতে হচ্ছে তাকে। চলমান ইংল্যান্ড সফরে হেডিংলি ও লর্ডসের পর ম্যানচেস্টার টেস্টে খেলছেন তিনি। তবে চলমান চতুর্থ টেস্টে প্রত্যাশিত বোলিংয়ে করতে পারেননি। মোহাম্মদ কাইফ মনে করেন, এভাবে চলতে থাকলে দ্রুতই টেস্ট থেকে অবসর নিতে পারেন বুমরাহ।

এই পেসারকে নিয়ে ভারতের সাবেক ব্যাটার কাইফ বলেন, ‘আমার মতে সামনের দিনে বুমরাহ টেস্ট ক্রিকেট ছেড়ে দিতে পারে। সে তাঁর শরীর নিয়ে ধুঁকছে এবং এই কারণেই টেস্ট থেকে অবসর নিতে পারে। এই ম্যাচে বুমরাহর গতি দেখা যায়নি এবং সে খুবই আত্মসম্মান নিয়ে চলা মানুষ।’

কাইফ মনে করেন বুমরাহ সেরাটা দিতে পারছে না, ‘সে যদি মনে করে নিজের শতভাগ দিতে পারছে না এবং উইকেট নিতে পারছে না তাহলে সে খেলতে চাইবে না। সে উইকেট পাক কিংবা না পাক কিন্তু সে ১২৫-১৩০ কি.মি. গতিতে বোলিং করছে। যে বলে সে উইকেট পেয়েছে ক্যাচ নেয়ার জন্য উইকেটকিপারকে সামনে ডাইভ দিতে হয়েছে।’

‘এখনো তার মধ্যে প্যাশন এবং ডেডিকেশন আছে কিন্তু সে ফিটনেস হারিয়ে ফেলেছে। তার শরীর সায় দিচ্ছে না। এই টেস্টে তার ইফেক্টিভনেস সেটার পরিষ্কার ইঙ্গিত। আমার মনে হয় ভবিষ্যতে তার জন্য কঠিন সময় অপেক্ষা করছে। প্রথম বিরাট কোহলি, রোহিত শর্মা এবং অশ্বিন চলে গেছে। আমার মনে হয় এখন বুমরাহকে ছাড়াও ভারতের সমর্থকদের টেস্ট দেখার অভ্যাস করা উচিত।’-যোগ করেন তিনি।

Print This Post