ভবন কিনবে ডাচ-বাংলা ব্যাংক

নিজস্ব প্রতিবেদক:

সময়: বুধবার, আগস্ট ২৭, ২০২৫ ১:৩৪:৪৯ অপরাহ্ণ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ডাচ-বাংলা ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ তাদের কর্পোরেট হেড অফিসের জন্য রাজধানীর মতিঝিলে ২১.৫তলা বিশিষ্ট একটি বাণিজ্যিক ভবন কেনার সিদ্ধান্ত নিয়েছে। এজন্য আনুমানিক ব্যয় হবে ১ হাজার ১৬ কোটি ২১ লাখ টাকা।

বুধবার (২৭ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্যাংকটি জানায়, গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত ব্যাংকে পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজধানীর ৪৭ মতিঝিল বাণিজ্যিক এলাকায় প্রস্তাবিত এই ভবনের আয়তন হবে ২ লাখ ৭ হাজার ৩৪০ বর্গফুট। এর মধ্যে ১ লাখ ৭৬ হাজার ৩০০ বর্গফুট মেঝে এবং ৩১ হাজার ৪০ বর্গফুট বেজমেন্ট। এই প্রস্তাব অনুমোদনের জন্য এখন বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করবে ব্যাংকটি। বাংলাদেশ ব্যাংকের সম্মতি পেলে এই ভবনে ব্যাংকটির কর্পোরেট প্রধান কার্যালয় গড়ে উঠবে।

Print This Post
নিউজটি ৭৮ বার পড়া হয়েছে ।