- Trade News 24 - https://www.tradenews24.com -

এলআর গ্লোবালের রিয়াজ ইসলামের কাছে ব্যাখ্যা চেয়েছে বিএসইসি

পুঁজিবাজারের সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের বিরুদ্ধে অনলাইন নিউজ পোর্টাল ‘দ্যা বিজ২৪ ডটকম’ এর সাংবাদিকদের বকেয়া বেতন পরিশোধ না করার অভিযোগ উঠেছে। অনলাইন এ পত্রিকাটির অপারেশনাল খরচ এবং সাংবাদিকদের বেতন সরাসরি বহন করে আসছিল এল আর গ্লোবাল, যা কোম্পানিটির প্রধান বিনিয়োগ কর্মকর্তা (চিফ ইনভেস্টমেন্ট অফিসার) রিয়াজ ইসলামের নির্দেশেই দেওয়া হতো।

ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে এলআর গ্লোবালের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে সাংবাদিকদের বকেয়া বেতন পরিশোধ না করার অভিযোগে ব্যাখ্যা তলব করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

গত ১৪ আগস্ট ‘দ্যা বিজ২৪ ডটকম’ এর সাংবাদিকরা বিএসইসি চেয়ারম্যানের কাছে একটি লিখিত অভিযোগ দাখিল করেন। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতেই রবিবার (১৪ সেপ্টেম্বর) রিয়াজ ইসলামের কাছে ব্যাখ্যা চেয়ে আদেশ জারি করেঝে কমিশন।

সাংবাদিকদের অভিযোগ অন্তরবর্তী কালীন সরকার, এবং সেনাপ্রধানের বিরুদ্ধে মিথ্যে, বানোয়াট নিউজ প্রকাশ না করায় সাংবাদিকদের বেতন আটকে দেয় রিয়াজ ইসলাম। সাংবাদিকরা এল আর গ্লোবালের অফিসে গেলেন উল্টো প্রতিষ্ঠানটির উর্ধতন কর্মকর্তা সাইদ কামরুল হুদার নির্দেশে সাংবাদিকদের হুমকি দেওয়া হয়।

আদেশে উল্লেখ করা হয়েছে, ‘দ্যা বিজ২৪ ডটকম’ এর সাংবাদিকদের পক্ষ থেকে একটি অভিযোগপত্র, তারিখ ১৪/০৮/২০২৫, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বরাবর দাখিল করা হয়েছে। উক্ত অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে যে, এল আর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড দীর্ঘ ১১ মাস যাবৎ ‘দ্যা বিজ২৪ ডটকম’ এর সাংবাদিকদের বকেয়া বেতন, বোনাস এবং অন্যান্য প্রাপ্য পরিশোধ করেনি। অভিযোগে আরও বলা হয়েছে যে, ‘দ্যা বিজ২৪ ডটকম’ এর অপারেশনাল খরচ এবং সাংবাদিকদের বেতন সরাসরি আপনার প্রতিষ্ঠান থেকে বহন করা হয়ে আসছিল।

বিষয়টি আপনার সদয় অবগতির ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হলো। উল্লিখিত বিষয়ে আপনার প্রতিষ্ঠানের অবস্থান ও প্রয়োজনীয় ব্যাখ্যা (যদি থাকে) লিখিত আকারে এই পত্র জারির দশ কার্যদিবসের মধ্যে কমিশনে দাখিল করার জন্য অনুরোধ করা হলো।

বিএসইসি জানিয়েছে, বিনিয়োগকারীদের স্বার্থ এবং পুঁজিবাজারের সুশাসন বজায় রাখতে যে কোনো নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে কমিশন গুরুত্বসহকারে অনুসন্ধান করে থাকে। অভিযোগের বিষয়ে এল আর গ্লোবালের ব্যাখ্যা পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডকে ঘিরে নানান অনিয়ম, আইন লঙ্ঘন, দুর্বল ব্যবস্থাপনা ও বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুন্ন করার অভিযোগ রয়েছে। বিশেষ করে কোম্পানিটির পরিচালিত ছয়টি মিউচুয়াল ফান্ডের অর্থ বিধিবহির্ভূতভাবে বিনিয়োগ এবং আত্মসাৎ করে বিদেশে পাচার করার মতো গুরুত্বর অভিযোগ রয়েছে। এমন পরিস্থিতিতে কোম্পানিটির সার্বিক কার্যক্রম অনুসন্ধান করে দেখার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। এরই ধরাবাহিকতায় ১৬টি শর্ত পরিপালন সাপেক্ষে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গঠিত তদন্ত কমিটিকে ৬০ কার্যদিবসের মধ্যে তদন্ত কার্যক্রম সম্পন্ন করে এ সংক্রান্ত প্রতিবেদন বিএসইসিতে দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এছাড়া গত ১৫ জুলাই অনুষ্ঠিত ৯৬৩তম কমিশন সভায় একটি অনলাইন নিউজ পোর্টালে অবৈধভাবে ৪৯ কোটি টাকা বিনিয়োগ করা অর্থ ফেরত আনার জন্য এলআর গ্লোবালকে বিএসইসি নির্দেশ দেয়। বিনিয়োগকৃত অর্থ সুদসহ ফেরত আনতে না পারলে ৬০ কোটি টাকা জরিমানা করার ঘোষণা দেওয়া হয়েছে। এর মধ্যে এলআর গ্লোবালের ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহী কর্মকর্তা/প্রধান বিনিয়োগ কর্মকর্তা রিয়াজ ইসলামকে ৫০ কোটি টাকা জরিমানা করা হবে।

এছাড়া কোম্পানিটির পরিচালক জর্জ স্টককে ৪ কোটি টাকা, তৎকালীন লিগাল ও কমপ্লায়েন্স বিভাগের প্রধান মনোয়ার হোসেনকে ৪ কোটি টাকা, প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) রোনাল্ড মিকি গোমেজকে ১ কোটি টাকা জরিমানা করা হবে। একইসঙ্গে এলআর গ্লোবালের পরিচালিত ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড, এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড, এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড-১, এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-১ ও এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডকে মোট ১ কোটি টাকা জরিমানা ধার্য করা হবে। এল আর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ান এর অর্থ অপব্যবহারের অভিযোগে কোম্পানিটির কর্মকর্তা সাইদ কামরুল হুদার বিরুদ্ধেও তদন্ত করার নির্দেশ দেওয়া হয়।

এর আগে ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারিতে তহবিল পরিচালনাসংক্রান্ত বিধি ভঙ্গ ও বিভিন্ন অনিয়মের দায়ে এলআর গ্লোবাল অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিকে ৫০ লাখ টাকা জরিমানা করে বিএসইসি।