আরএকে সিরামিকের একটি ইউনিটে উৎপাদন বন্ধ

নিজস্ব প্রতিবেদক:

সময়: মঙ্গলবার, অক্টোবর ৭, ২০২৫ ৫:৫৪:০৩ অপরাহ্ণ

পুঁজিবাজারে তালিকাভুক্ত আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেডের তৃতীয় ইউনিটের উৎপাদন বুধবার (৮ অক্টোবর) থেকে সাময়িকভাবে বন্ধ হচ্ছে। রক্ষণাবেক্ষণ কাজের জন্য বহুজাতিক কোম্পানিটির এই ইউনিট বন্ধ রাখা হবে।

মঙ্গলবার (৭ অক্টোবর) এক মূল্য সংবেদনশীল তথ্যের (পিএসআই) মাধ্যমে বিষয়টি জানিয়েছে কোম্পানি।

তথ্য অনুযায়ী, রক্ষণাবেক্ষণ কাজের জন্য আরএকে সিরামিকের ‘টাইলস প্রোডাকশন লাইন-৩’ উৎপাদন কার্যক্রম ৮ অক্টোবর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। তবে এ সময়ে কোম্পানির অন্য তিনটি ইউনিটে (প্রোডাকশন লাইন-১, প্রোডাকশন লাইন-২ এবং প্রোডাকশন লাইন-৪) উৎপাদন কার্যক্রম চলমান থাকবে।

কোম্পানিটি জানিয়েছে, তারা রক্ষণাবেক্ষণের কাজ সম্পন্ন করে শিগগিরই তৃতীয় ইউনিটের উৎপাদন শুরুর ঘোষণা দেবে।

প্রসঙ্গত, বহুজাতিক এই কোম্পানিটি বাংলাদেশে দীর্ঘ বছর ধরে ভালো ব্যবসা করলেও সর্বশেষ সমাপ্ত ২০২৪ হিসাব বছরে কিছুটা হোঁচট খেয়েছে। কোম্পানিটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার পর প্রথমবারের মতো ওই বছরে ২ কোটি ৭৩ লাখ টাকা নিট লোকসান করেছে।

Print This Post
নিউজটি ৪৪ বার পড়া হয়েছে ।