- Trade News 24 - https://www.tradenews24.com -

পুঁজিবাজারে ‘সিন্ডিকেট ও লুটপাট’: বিএসইসি ও স্টক এক্সচেঞ্জের বিরুদ্ধে প্রতিযোগিতা কমিশনে অভিযোগ

দেশের শেয়ারবাজারে চলমান অস্থিরতা, সিন্ডিকেট এবং সাধারণ বিনিয়োগকারীদের অর্থ আত্মসাতের অভিযোগ এনে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনে (Bangladesh Competition Commission) একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. পারভেজ আলী এই অভিযোগটি দায়ের করেন।

অভিযোগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-এর কর্তৃপক্ষের বিরুদ্ধে সিন্ডিকেটের সঙ্গে যোগসাজশ, মনোপলি (Monopoly) ও অলিগপলি (Oligopoly)-এর মাধ্যমে বাজার নিয়ন্ত্রণের গুরুতর অভিযোগ আনা হয়েছে।

অভিযোগে যা বলা হয়েছে:
আবেদনকারী মো. পারভেজ আলী তার দরখাস্তে উল্লেখ করেন, সারা বিশ্বে পুঁজিবাজার নিয়ন্ত্রণকারী সংস্থাগুলো সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করলেও বাংলাদেশে এর চিত্র সম্পূর্ণ ভিন্ন। তিনি দাবি করেন, বিএসইসি, ডিএসই এবং সিএসই-এর শীর্ষ কর্মকর্তারা দুর্নীতির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে সিন্ডিকেটের মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের অর্থ লুটপাটে সহায়তা করছেন।

অভিযোগে আরও বলা হয়, এই সিন্ডিকেট এতটাই শক্তিশালী যে তারা কোম্পানির ইপিএস (EPS) এবং শেয়ারের দাম কৃত্রিমভাবে নির্ধারণ করে। ভুয়া তথ্য ও প্রচারণার মাধ্যমে বন্ধ বা দুর্বল কোম্পানির শেয়ারের দাম বাড়িয়ে সাধারণ বিনিয়োগকারীদের প্রলুব্ধ করা হয়। এরপর উচ্চ দামে শেয়ার বিক্রি করে সিন্ডিকেট সরে পড়ে, ফলে সাধারণ বিনিয়োগকারীরা সর্বস্বান্ত হন।

তদন্ত ও বিচার দাবি:
দরখাস্তে উল্লেখ করা হয়েছে, ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের গত ২-৩ মাসের লেনদেনের তথ্য পর্যালোচনা করলেই এই ‘ষড়যন্ত্রমূলক যোগসাজশ’ (Collusion) এবং প্রতিযোগিতা আইন ২০১২-এর লঙ্ঘনের প্রমাণ মিলবে।

এমতাবস্থায়, বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থে শেয়ার বাজারের সিন্ডিকেটের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সিন্ডিকেট ভেঙে দিয়ে পুঁজিবাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য প্রতিযোগিতা কমিশনের সচিবের কাছে জোর দাবি জানানো হয়েছে।