পাকিস্তান জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য বিবেচিত হচ্ছেন না মোহাম্মদ রিজওয়ান। বাবর আজমের পাশাপাশি তাকেও রাখা হয়নি সামনের ত্রিদেশীয় সিরিজ ও পাকিস্তান দলে। তাই এখন ফাঁকা সময়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) নাম লেখালেন অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার।
সিপিএলের বাকি সময়ের জন্য সেইন্ট কিটস ও নেভিস প্যাট্রিয়টসে যোগ দিলেন রিজওয়ান। সামাজিক যোগাযোগ মাধ্যমে রিজওয়ানকে দলে নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেয় সেইন্ট কিটস ফ্র্যাঞ্চাইজি।
টুর্নামেন্টের মাঝপথে রিজওয়ান সুযোগ পেয়েছেন ফজলহক ফারুকির জায়গায়। পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলতে আফগানিস্তান জাতীয় দলে চলে যাবেন দলটির তারকা বাঁহাতি পেসার ফারুকি।
দীর্ঘ ক্যারিয়ারে এবারই প্রথম সিপিএলে খেলবেন রিজওয়ান। এর আগে নিজ দেশের পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ছাড়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ও ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্টে শুধু খেলেছেন রিজওয়ান।
সিপিএলে খেলার মাধ্যমে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বেধে দেওয়া বছরে দুইটি বিদেশি লিগের কোটা পূর্ণ করে ফেলবেন রিজওয়ান। চলতি বছরের শুরুতে তাকে দলে নিয়ে রেখেছে বিগ ব্যাশ লিগের দল মেলবোর্ন রেনেগেডস।
দারুণ জয়ে প্রথম ম্যাচ জেতার পর টানা তিন ম্যাচ হেরেছে সেইন্ট কিটস। শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৫টায় নিজেদের পরের ম্যাচে বার্বাডোজ রয়্যালসের মুখোমুখি হবে তারা।