- Trade News 24 - https://www.tradenews24.com -

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে ওয়ালটনের লোগো!

আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের অফিসিয়াল ওয়েবসাইটে দেখা যাচ্ছে ওয়ালটনের লোগো। বিশ্বের নামি দামি ব্র্যান্ডের লোগের সঙ্গে শোভা পাচ্ছে বাংলাদেশের শীর্ষ ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্যের ব্র্যান্ড ওয়ালটনের নাম। বিষয়টি ভীষণ কৌতুহলের। একই সঙ্গে গর্বেরও।

আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের ওয়েবসাইটে স্পন্সরদের মাঝে ওয়ালটনের লোগো দেখা যাচ্ছে। এর মানে বাংলাদেশের একটি প্রতিষ্ঠান কি এখন আর্জেন্টিনা ফুটবলের অফিসিয়াল স্পন্সর! প্রথমবারের মতো বাংলাদেশের কোনো ব্র্যান্ড যুক্ত হচ্ছে আর্জেন্টিনা ফুটবল দলের সঙ্গে! তবে এখনো পর্যন্ত ওয়ালটনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। ওয়ালটনের সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করে পাওয়া যায়নি কোনো সদুত্তর। বিষয়টি নিয়ে তাই ধোঁয়াশা রয়েই গেছে।

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ান আর্জেন্টিনাকে নিয়ে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মাঝে অন্যরকম এক আবেগ কাজ করে। ফলে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সঙ্গে ওয়ালটনের সম্পৃক্ততা দেশের ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। আগামী ফুটবল বিশ্বকাপে কি থাকবে ওয়ালটন! এই আলোচনা এখন সব আর্জেন্টাইন ফুটবলভক্তদের মাঝে।