সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর নিয়ে ফেসবুকে অপপ্রচার, থানায় জিডি

সময়: শুক্রবার, জুলাই ১৮, ২০২৫ ৬:০৭:০৬ অপরাহ্ণ

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর নিয়ে ফেসবুকে আপত্তিকর ভিডিও পোস্ট করে অপপ্রচার চালানোর অভিযোগে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলার ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের খলাপাড়া গ্রামের বাসিন্দা পরিবেশকর্মী নাজমুল হক (২৫) বাদী হয়ে ধর্মপাশা থানায় জিডিটি করেন।

বিষয়টি নিশ্চিত করে ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক বলেন, টাঙ্গুয়ার হাওর পর্যটকদের অন্যতম দর্শনীয় স্থান। এই হাওর নিয়ে ফেসবুকে একটি নেতিবাচক ভিডিও প্রকাশ করে আপত্তিকর মন্তব্য করায় এ নিয়ে থানায় জিডি করা হয়েছে। বিষয়টিকে খুবই গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

জিডিতে বলা হয়, টাঙ্গুয়ার হাওর তাহিরপুর ও মধ্যনগর উপজেলার সীমানায় অবস্থিত। হাওরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকেরা ছুটে আসেন। ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর উপজেলার রাস্তা দিয়ে পর্যটকেরা হাওরে যাতায়াত করেন। এতে তিন উপজেলায় মানুষের কর্মসংস্থান বেড়েই চলেছে। পাশাপাশি অর্থনৈতিক দিক দিয়েও এগিয়ে যাচ্ছে। ১০ জুলাই বেলা ১১টার দিকে মোহাম্মদ ইকবাল (Mohammad Iqbal) নামের একটি ফেসবুক পেজে টাঙ্গুয়ার হাওরকে নিয়ে ১ মিনিট ৩১ সেকেন্ডের ভিডিও দেখতে পান। ভিডিওতে তিনি হাওর ঘুরতে আসা পর্যটকদের পায়খানা-প্রস্রাবের তথ্য দিয়ে টাঙ্গুয়ার হাওরে যেতে নিরুৎসাহিত করেন। ওই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় হাওর অঞ্চলের সুনাম ক্ষুণ্ন হয়েছে বলে উল্লেখ করা হয় জিডিতে।

জানতে চাইলে অভিযোগকারী নাজমুল হক বলেন, ভিডিওতে অপপ্রচারের কারণে ভবিষ্যতে টাঙ্গুয়ার হাওরে পর্যটকদের আগমন তুলনামূলকভাবে কমে যাবে এবং জনগণের আয়ের উৎস ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তিনি সুনামগঞ্জের একজন সচেতন নাগরিক হিসেবে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে থানায় জিডি করেছেন।

মধ্যনগরের গলইখালী গ্রামের বাসিন্দা সংস্কৃতিকর্মী অসীম সরকার বলেন, ‘টাঙ্গুয়ার হাওর আমাদের প্রাণ। এটি দেশবাসীর কাছে পরিচিত। ফেসবুকে টাঙ্গুয়ার হাওরকে নিয়ে নোংরা ও আপত্তিকর ভিডিও পোস্ট করায় আমাদের জেলার সুনাম ক্ষুণ্ন হয়েছে। জড়িত ব্যক্তিকে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।’

Print This Post