- Trade News 24 - https://www.tradenews24.com -

মৃত মা’কে জীবিত ভেবে বিস্কুট জেলি খেয়ে দেহের পাশে বসে ছিল দু বছরের শিশু!

মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পূর্ব চিনে। মৃত তরুণীর নাম ঝেং (২৮)। দু’বছরের পুত্র মিয়ানমিয়ানকে নিয়ে ঝেজিয়াং প্রদেশের ওয়েনঝোয়ের ক্যানগান কাউন্টিতে একটি ভাড়াবাড়িতে থাকতেন তিনি।

মা মারা গিয়েছে, বুঝতেও পারেনি শিশু। কয়েক দিন ধরে মায়ের মৃতদেহের পাশে ঠায় বসে রইল সে। মায়ের দেহের পাশে কিছু কেক, বিস্কুট, চিপস পড়ে ছিল। সেগুলি খেয়েই কোনও রকম প্রাণ বাঁচাল শিশুটি!

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পূর্ব চিনে। মৃত তরুণীর নাম ঝেং (২৮)। দু’বছরের পুত্র মিয়ানমিয়ানকে নিয়ে ঝেজিয়াং প্রদেশের ওয়েনঝোয়ের ক্যানগান কাউন্টিতে একটি ভাড়া বাড়িতে থাকতেন তিনি।

জানা গিয়েছে, কয়েক দিন ধরে ঝেঙের কোনও খোঁজ না পেয়ে তাঁর এক বন্ধু পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে দেখে মৃত্যু হয়েছে তরুণীর। দেহ পড়ে রয়েছে ঘরের ভিতরেই। সেই দেহের পাশেই বসে ছিল ঝেঙের সন্তান মিয়ানমিয়ান। নিস্তেজ হয়ে পড়েছিল সে। জামাকামড়ও ময়লা হয়ে গিয়েছিল।