- Trade News 24 - https://www.tradenews24.com -

ইরানে চলমান বিক্ষোভে সহিংসতা: দেশজুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন

আন্তর্জাতিক ডেস্ক | বৃহস্পতিবার, ৮ জানুয়ারি
ইরানে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও মুদ্রাস্ফীতির প্রতিবাদে চলমান বিক্ষোভ সহিংস রূপ নেওয়ায় দেশজুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য উঠে আসে।

অনলাইন পর্যবেক্ষক গ্রুপ ‘নেটব্লকস’-এর বরাতে আলজাজিরা জানায়, বর্তমানে ইরানের প্রায় সব অঞ্চলে ইন্টারনেট ব্ল্যাকআউট বা সংযোগ বিচ্ছিন্ন অবস্থা পরিলক্ষিত হচ্ছে।
নেটব্লকস তাদের পর্যবেক্ষণে আরও জানায়:
ইন্টারনেট পুরোপুরি বিচ্ছিন্ন করার আগে বিক্ষোভকারীদের দমনে বিভিন্ন স্তরে ডিজিটাল সেন্সরশিপ ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল।

দেশটির বর্তমান সংকটময় মুহূর্তে ইন্টারনেট বিচ্ছিন্ন করার মাধ্যমে সাধারণ মানুষের যোগাযোগের মৌলিক অধিকার ব্যহত করা হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি।ইরানি রিয়ালের নজিরবিহীন দরপতন এবং জীবনযাত্রার ব্যয় অসহনীয় পর্যায়ে পৌঁছানোর জেরে গত ডিসেম্বরের শেষ দিক থেকে দেশটিতে এই বিক্ষোভ শুরু হয়।শুরুতে বিক্ষোভ শান্তিপূর্ণ থাকলেও সময়ের সাথে সাথে তা সহিংস আন্দোলনে রূপ নিয়েছে।

বিক্ষোভের মাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং এর ফলে হতাহতের সংখ্যাও বাড়ছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর পাওয়া গেছে।