যুক্তরাষ্ট্রের বারে বন্দুকধারীর হামলা, নিহত ৪

সময়: শনিবার, আগস্ট ২, ২০২৫ ১:২০:১২ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট:

যুক্তরাষ্ট্রের মন্টানা রাজ্যের একটি বারে বন্দুকধারীর হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন একজন সাবেক সেনাকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। খবর আল জাজিরার।

স্থানীয় সময় শুক্রবার (১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে অ্যানাকোন্ডার দ্য আউল বারে এই গুলির ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই চারজনকে মৃত ঘোষণা করা হয় বলে জানিয়েছে মন্টানা ডিভিশন অফ ক্রিমিনাল ইনভেস্টিগেশন।

এ দুর্ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিকে সাবেক মার্কিন সেনা মাইকেল পল ব্রাউন হিসেবে শনাক্ত করা হয়েছে। বারের মালিক ডেভিড গোয়ার্ডার এবং পাবলিক রেকর্ডার অনুসারে, ৪৫ বছর বয়সি ব্রাউন বারের পাশেই থাকতেন।

তবে ঘটনার সময় বারে উপস্থিত ছিলেন না গোয়ার্ডার। তিনি বলেন, ব্রাউন ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার আগে একজন বার অ্যাটেন্ডার এবং তিনজন পৃষ্ঠপোষককে হত্যা করা হয়।

Print This Post