নিজস্ব প্রতিবেদক:
আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় ৫ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিবসহ পুরো প্রেস উইংয়ের সদস্যরা মাইলস্টোন স্কুল ও কলেজের একাডেমিক ভবনে থেকে বের হয়েছেন।
মঙ্গলবার (২২ জুলাই) বিকেল সোয়া ৩টার দিকে তারা বের হন। এর আগে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সরিয়ে দেয় পুলিশ।
দুপুর সোয়া দুইটার দিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে পুলিশ ও শিক্ষার্থীদের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইট-পাটকেল ছোঁড়াছুড়ির ঘটনা ঘটে।
এদিকে, মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। দুর্ঘটনায় আহত হয়ে বিভিন্ন হাসপাতলে ভর্তি আছেন ১৬৫ জন।
মাইলস্টোন স্কুল এলাকায় পুলিশের উপস্থিতি বাড়ছে
এদিকে, মাইলস্টোন স্কুল এলাকায় পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে।এর আগে সকাল ১০টা থেকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনের গোলচত্বরে জমায়েত হয় শত শত শিক্ষার্থী। তারা বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় ৬ দফা দাবি জানিয়ে বিক্ষোভ শুরু করেন।