বিএমইউতে রেডিওলজি পরীক্ষায় অনলাইন অ্যাপয়েন্টমেন্ট চালু

সময়: শুক্রবার, আগস্ট ১৫, ২০২৫ ২:৫২:০৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

রোগীদের দীর্ঘ লাইনের ভোগান্তি ও পরীক্ষার সময়সীমা কমাতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সেবা চালু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের এফ ব্লকের চতুর্থ তলায় এই সেবার উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম।

এখন থেকে রোগীরা সিটি স্ক্যান, এমআরআই, আল্ট্রাসনোগ্রাম, এক্স-রে এবং কনট্রাস্ট এক্স-রে পরীক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ‘অ্যাপয়েন্টমেন্ট’ মেন্যুর ‘রেডিওলজি অ্যান্ড ইমেজিং’ অপশন থেকে নির্ধারিত ফর্ম পূরণ করে অনলাইনে তারিখ বুকিং করতে পারবেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরবর্তী তিন কর্মদিবসের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভিসি অধ্যাপক ডা. শাহিনুল আলম বলেন, রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারের সুযোগ রয়েছে। অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সেবার মাধ্যমে রোগীদের দুর্ভোগ কমবে এবং অনাকাঙ্ক্ষিত ও অনৈতিক পরিস্থিতি প্রতিরোধ সম্ভব হবে।

বিশেষ অতিথি ও কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার বলেন, গবেষণা, শিক্ষা ও চিকিৎসাসেবা—এই তিনটি মূল কার্যক্রমের মধ্যে চিকিৎসাসেবায় ডিজিটালাইজেশনের অংশ হিসেবে এই পদক্ষেপ রোগীদের জন্য যুগান্তকারী হবে।

রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. হাবিবা খাতুন জানান, প্রাথমিকভাবে পরীক্ষাগুলোর ৫০ শতাংশ অনলাইনে বুকিংয়ের আওতায় আনা হয়েছে; ধাপে ধাপে এটিকে ১০০ শতাংশে উন্নীত করা হবে।

অনুষ্ঠানে রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম সঞ্চালনা করেন এবং আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ডা. একেএম আখতারুজ্জামান স্বাগত বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন বিভাগের অন্যান্য শিক্ষক, চিকিৎসক ও রেসিডেন্টরা।

Print This Post