রাজশাহীতে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার

সময়: শুক্রবার, আগস্ট ১৫, ২০২৫ ২:১৬:২৭ অপরাহ্ণ

জেলা প্রতিনিধি:

রাজশাহীতে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) সকাল ৯টার দিকে পবা উপজেলার বামুনশিকড় এলাকায় নিজ বাড়িতে তাদের মরদেহ পাওয়া গেছে।

মরদেহের পাশ থেকে একটি চিঠি উদ্ধার করা হয়েছে।

মতিহার থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) কালাম পরভেজ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- মিনারুল ইসলাম (৩০), তার স্ত্রী মনিরা বেগম (২৮), ছেলে মাহিম (১৩), মেয়ে মিথিলা (১৮ মাস)।

স্থানীয় বাসিন্দা মালেক বলেন, মনিরুল কৃষি কাজ করেন। তার অনেক ঋণ রয়েছে জানতাম। পরিবারে চারজন সদস্যই মারা গেছে। এরমধ্যে উত্তরের ঘরে মা ও মেয়ে, আর দক্ষিণের ঘরে ছেলে ও বাবা মিনারুল ফ্যানের সঙ্গে ঝুলছিল।

উদ্ধারকৃত চিরকুটে লেখা ছিল, ‘আমি নিজ হাতে সবাইকে মারলাম। এই কারণে যে, আমি যদি মরে যাই, তাহলে আমার ছেলে-মেয়ে কার আশায় বেঁচে থাকবে। কষ্ট আর দুঃখ ছাড়া কিছুই পাবে না। আমরা মরে গেলাম ঋণের বোঝা নিয়ে আর খাওয়ার অভাবে। তাই আমরা বেঁচে থাকার চেয়ে মরে গেলাম, সেই ভালো। কারো কাছে কিছুই চাইতে হবে না। আমার জন্য কাউকে কারো কাছে ছোট হতে হবে না। আমার জন্য আমার বাবা অনেক লোকের কাছে ছোট হয়েছে। আর হতে হবে না। চিরদিনের জন্য চলে গেলাম। আমি চাই সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।’

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার আবু সুফিয়ান বলেন, মরদেহের পাশে একটি চিরকুট পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে সেটা নিহত মিনারুলের লেখা। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Print This Post