শুধুই অফিস লুকের অংশ : মাহি

সময়: শুক্রবার, আগস্ট ১৫, ২০২৫ ৩:১৬:২৯ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক:

ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি। মডেলিং দিয়ে শোবিজ অঙ্গনে পা রাখার পর একাধিক নাটকে অভিনয় করে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। অল্প সময়ের ক্যারিয়ারে ভালোই চমক দেখিয়েছেন তিনি।

অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব এ অভিনেত্রী। সম্প্রতি তার কিছু ছবি নিয়ে নেটিজেনরা বেশ আলোচনা-সমালোচনা করেছেন। কমেন্টে বক্সে নেটিজেনরা বিরূপ মন্তব্য করেছেন।

এবার আলোচনা-সমালোচনার বিষয়ে মুখ খুলেছেন সামিরা খান মাহি। যেখানে উল্লেখ করেছেন যে, স্টাইলকে নিজের মতো করে উপভোগ করা উচিত। পাশাপাশি জানিয়েছেন সেটা ছিল শুধুই অফিস লুকের অংশ।

পোস্ট দিয়ে সামিরা খান মাহি লিখেছেন, ‘একজোড়া চশমা দেখে কারো কারো ভিন্নভাবে মনে হতে পারে, কিন্তু আমার জন্য এটা শুধুই অফিস লুকের অংশ। প্রতিটি পোশাক বা ভঙ্গিকে অপ্রাসঙ্গিকভাবে দেখার প্রয়োজন নেই। স্টাইলকে তার মতো করেই উপভোগ করা উচিত।’

প্রসঙ্গত, সামিরা খান মাহি একটি রিয়ালিটি শো’র মাধ্যমে ২০১৪ সালে ক্যারিয়ার শুরু করেন। ‘তরুণ তুর্কী’ ধারাবাহিক নাটকে মাহি প্রথম অভিনয় করেন। তার আসল নাম ফারজানা ইয়াসমিন কলি।

Print This Post