অধিক ফজিলতপূর্ণ একটি দোয়া

সময়: মঙ্গলবার, আগস্ট ১৯, ২০২৫ ১০:৪০:৫২ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট:

উম্মুল মুমিনীন জুওয়াইরিয়াহ (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোরবেলা ফজরের সালাত আদায় করে তার নিকট থেকে বের হলেন। ঐ সময় তিনি সালাতের স্থানে বসাছিলেন। এরপর তিনি চাশতের পরে ফিরে আসলেন।

এমতাবস্থায়ও তিনি (সালাতের স্থানে) উপবিষ্ট ছিলেন। তিনি বললেন, আমি তোমাকে যে অবস্থায় ছেড়ে গিয়েছিলাম তুমি সে অবস্থায়ই আছ। তিনি বললেন, হ্যাঁ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমার নিকট হতে রওনার পর চারটি কালিমাহ তিনবার পড়েছি।

আজকে তুমি এ পর্যন্ত যা বলেছ তার সাথে ওজন করা হলে এ কালিমাহ চারটির ওজনই ভারী হবে। কালিমাগুলো এই—
سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ عَدَدَ خَلْقِهِ وَرِضَا نَفْسِهِ وَزِنَةَ عَرْشِهِ وَمِدَادَ كَلِمَاتِهِ ‏ ‏

উচ্চারণ: “সুবহা-নাল্লা-হি ওয়াবি হামদিহি আদাদা খল্‌কিহি ওয়া রিযা- নাফসিহি ওয়াযিনাতা আরশিহি ওয়ামি দা-দা কালিমা-তিহি”,

অর্থ: “আমি আল্লাহর প্রশংসার সাথে তার পবিত্রতা বর্ণনা করছি তার মাখলুকের সংখ্যার পরিমাণ, তার সন্তুষ্টির পরিমাণ, তার আরশের ওজন পরিমাণ ও তার কালিমাসমূহের সংখ্যার পরিমাণ।”

-(সহিহ মুসলিম, হাদিস : ২৭২৬)

Print This Post