এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার উল্টে নিহত ৩

সময়: বৃহস্পতিবার, আগস্ট ২১, ২০২৫ ১০:৫৮:৩৬ পূর্বাহ্ণ

জেলা প্রতিনিধি:

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একটি প্রাইভেটকার উল্টে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে একজন। তিনি শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৬টার দিকে এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকার যাত্রী ছাউনির পাশে ঢাকামুখী লেনে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- আরমান, রাইসা ও তানজিল। আহত ব্যক্তির নাম রবিন।

শ্রীনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমিন উদ্দিন জানান, নিহতদের বিষয়ে বিস্তারিত এখনো জানা যায়নি।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, প্রাইভেটকারটি মাওয়ার দিক থেকে ঢাকার দিকে যাচ্ছিল। অতিরিক্ত গতির কারণে ষোলঘর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের সঙ্গে ধাক্কা লেগে মহাসড়কে উল্টে যায় গাড়িটি।

ঘটনাস্থলেই প্রাইভেটকারে থাকা দুইজন মারা যান। আহত হন দুইজন। শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাদের মধ্যে একজনের মৃত্যু হয়। অপরজনকে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Print This Post