নির্বাচন আয়োজনে কোনো সমস্যা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

সময়: শনিবার, আগস্ট ২৩, ২০২৫ ২:০২:১৮ অপরাহ্ণ

জ্যেষ্ঠ প্রতিবেদক:

স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আয়োজনে কোনো সমস্যা নেই। সরকার এ লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে। জনগণ নির্বাচন চায়, তাই কোনো ষড়যন্ত্র সফল হবে না। যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে, সরকার তাদেরকে কঠোরভাবে প্রতিহত করবে।

শনিবার (২৩ আগস্ট) সকালে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের হিমাগার ও কেন্দ্রীয় বীজ পরীক্ষাগার পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান আরো জোরদার করা হবে, জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগেই লুট হওয়া সব অস্ত্র উদ্ধার করা হবে।

Print This Post