প্রকৃতি ধ্বংস করেই উন্নয়ন এগিয়ে চলছে: উপদেষ্টা রেজওয়ানা

সময়: শনিবার, আগস্ট ২৩, ২০২৫ ১০:৫১:১৬ অপরাহ্ণ

জ্যেষ্ঠ প্রতিবেদক:

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ মন্ত্রণালয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আমরা সব সময় একটা সুন্দর বাংলাদেশ চাই কিন্তু বাংলাদেশের যত সৌন্দর্য, বিশেষ করে প্রাকৃতিক সৌন্দর্য ধ্বংস করেই আমাদের উন্নয়ন এগিয়ে চলছে।

শনিবার (২৩ আগস্ট) বিকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে জাতীয় পর্যায়ে আন্তঃকলেজ সাংস্কৃতিক ও বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব বলেন তিনি।

অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এএসএম আমানুল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর লুৎফর রহমান, প্রো- ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নুরুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. এটিএম জাফরুল আযম।

উপস্থিত ছিলেন- জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা। অনুষ্ঠান শেষে সারা দেশ থেকে আসা বিভাগীয় পর্যায়ের সেরা প্রতিযোগী শিক্ষার্থীদের পুরস্কার করা হয়।

Print This Post