কক্সবাজার পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

সময়: সোমবার, আগস্ট ২৫, ২০২৫ ১১:৩২:৪৫ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে স্টেকহোল্ডারদের সংলাপে যোগ দিতে কক্সবাজারে পৌঁছেছেন।

সোমবার (২৫ আগস্ট) সকাল ১০টার দিকে কক্সবাজার পৌঁছান তিনি। রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে স্টেকহোল্ডারদের সংলাপে বক্তব্য রাখবেন তিনি। বাংলাদেশ টেলিভিশন বেলা ১১টায় থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করছে।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

উখিয়ার ইনানীতে ‘হোটেল বে ওয়াচে’ রোববার (২৪ আগস্ট) ‘টেক অ্যাওয়ে টু দ্যা হাই-লেভেল কনফারেন্স অন দ্যা রোহিঙ্গা সিচুয়েশন’ শীর্ষক ৩ দিনের এ সম্মেলন শুরু হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় ও রোহিঙ্গা ইস্যু বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের দপ্তর যৌথভাবে এ সম্মেলন আয়োজন করে।

Print This Post
নিউজটি ১১৯ বার পড়া হয়েছে ।