দুয়ার সার্ভিসের কিউআইও’র সম্মতিপত্র বাতিল

সময়: বুধবার, জুলাই ২৩, ২০২৫ ৫:৩৪:০১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

পুঁজিবাজারে তালিকাভুক্তির অপেক্ষায় থাকা দুয়ার পিএলসির কোয়ালিফায়েড ইনভেস্টর অফারের (কিউআইও) সম্মতিপত্র বাতিল করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (২৩ জুলাই) বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত মঙ্গলবার (২২ জুলাই) কমিশনের সভা কক্ষে বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯৬৪তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিএসইসির সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দুয়ার সার্ভিসেস পিএলসির চলতি বছরের ২৫ জুন তারিখে করা ‘কিউআইও প্রত্যাহার আবেদন’ শীর্ষক আবেদনটি কমিশন কর্তৃক গৃহীত হয়। এর পরিপ্রেক্ষিতে গত ১৭ ডিসেম্বর ২০২৪ তারিখে ইস্যুকৃত কিআইও সম্মতিপত্রটি (কনসেন্ট লেটার) বাতিল করার সিদ্ধান্ত গৃহীত হয়।

Print This Post