পাকিস্তানের ইসলামাবাদে ৫.১ মাত্রার ভূমিকম্প

সময়: রবিবার, আগস্ট ৩, ২০২৫ ১১:১৬:৩৮ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি ও আশপাশের অঞ্চলে ৫.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রবিবার (৩ জুলাই) ভোররাতে ভূমিকম্পটি আঘাত হানে। এতে ভবনগুলো দুলে ওঠে এবং মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এখন পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগের দিনই দেশটিতে ৫.৪ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়েছিল। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটি স্থানীয় সময় রাত ২টা ৩ মিনিটে আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের তাকহার প্রদেশের ফারখার এলাকার দক্ষিণ-পূর্বে ৫৮ কিলোমিটার দূরে। উপকেন্দ্রটি হিন্দুকুশ পর্বতমালার ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত।

ইউএসজিএস ভূমিকম্পটির গভীরতা ১২২.৬ কিলোমিটার হিসেবে রেকর্ড করেছে। যদিও অন্যান্য প্রাথমিক প্রতিবেদনে গভীরতা ১১৪ কিলোমিটার বলা হয়েছে।

কম্পন ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডি শহরে স্পষ্টভাবে অনুভূত হয়। তবে খাইবার পাখতুনখোয়া (কেপি) ও পাঞ্জাব প্রদেশজুড়েও হালকা কম্পন অনুভূত হয়।

হঠাৎ রাতে কম্পন অনুভূত হওয়ায় ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডির বাসিন্দারা রাতে ঘর ছেড়ে রাস্তায় নামেন। ভবনগুলোর দুলনিতে তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ২৪ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার ভূকম্পন অনুভূত হওয়ায়, পরবর্তী কম্পন আশঙ্কায় সতর্ক রয়েছে বাসিন্দারা।

এর আগে ১১ জুন পেশোয়ারে ৪.৭ মাত্রার ভূমিকম্প হয়। মে মাসেও ৫.৩ মাত্রার ভূমিকম্প ইসলামাবাদসহ খাইবার পাখতুনখোয়া এবং উত্তর ওয়াজিরিস্তানে অনুভূত হয়েছিল। এই উভয় ভূমিকম্পের উৎপত্তি ছিল হিন্দুকুশ পর্বতমালার গভীরে।

ভারত ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে পাকিস্তান অবস্থিত হওয়ায় বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে প্রায়ই ভূমিকম্প ঘটে।

Print This Post